Ad Code

Oviparous | Viviparous | Ovoviviparous

Oviparous | Viviparous | Ovoviviparous | অন্ডজতা | জরায়ুজতা | অন্ডজরায়ুজতা : 


অন্ডজতা(Ovipar): প্রজননকালে ডিম প্রসব করা এবং ওই ডিম ফুটে শাবক জন্মলাভকরার ঘটনাকে অন্ডজতা (ovipary) বলে। সংশ্লিষ্ট জীবকে অণ্ডজ (oviparous) বলা হয়। 

উদাহরণ: পাখি, অধিকাংশ মাছ ও সরীসৃপে অন্ডজতা দেখাযায়।


জরায়ুজতা(Vivipary): মাতৃগর্ভে জরায়ুর মধ্যে ভূণের বৃদ্ধি লাভ করা এবং পূর্ণাঙ্গ শাবকরূপে জন্মগ্রহণ করাকে জরায়ুজতা (vivipary) বলে। সংশ্লিষ্ট জীবকে জরায়ুজ (viviparous) বলা হয়।

উদাহরণ: অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর দেহে জরায়ুজতা দেখা যায়।


অন্ডজরায়ুজতা(Ovovivipary): প্রজননকালে প্রাণীদের দেহের মধ্যে শিশু প্রাণীটি ডিম্বখোলক আবৃত হয়ে বৃদ্ধি পেলে ও তারপর শাবকরূপে তার প্রসব ঘটলে সেই ঘটনাকে অন্ডজরায়ুজতা (ovovivipary) বলা হয়। সংশ্লিষ্ট প্রাণীটিকে অন্ডজরায়ুজ (ovoviviparous) বলা হয়। 

উদাহরণ: হাঙর, চন্দ্রবোড়া সাপ প্রভৃতিতে এই ঘটনা দেখা যায়।

Post a Comment

0 Comments

Close Menu