Ad Code

Class 10 Life Science 1st Summative suggestion 2025

দশম শ্রেণী

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

সাজেশন 

জীবন বিজ্ঞান 




সংবেদনশীলতা কি?

প্রকরন চলন কি?

ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক চলন এর পার্থক্য কি? 

ন্যাস্টিক চলন এর প্রকারভেদ এর উদাহরণ দাও।

অক্সিন ও জিব্বেরেলিন এর কাজ কি?

কৃষিকার্যে কৃত্রিম হরমোনের কাজ কি?

ফিডব্যাক নিয়ন্ত্রণ কি ব্যাখ্যা কর।

থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, প্রোজেস্টেরোন এর কাজ লিখ।

ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিডাস এর পার্থক্য কি ?

হরমোন ও স্নায়ুর পার্থক্য ?

নিউরোন স্নায়ু ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক কি ?

সাইন্যাপস কি ?

গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক, পনস, সুষুন্মাশীর্ষক, থ্যালামাস এর কাজ?

প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কি?

একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য ?

অন্ধবিন্দু ও পিতবিন্দু কি?

উপযোজন কি? কাছের ও দূরের বস্তু দেখার জন্য উপযোজন পদ্ধতি বর্ননা কর?

গমনের উদ্দেশ্য কি?

মাছের গমনে মায়াটোম পেশির ভূমিকা ?

কবজা সন্ধি, বল সকেট সন্ধি কি উদাহরণ দাও ।

ফ্লেক্সর ও এক্সটেনসর পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা কর।

ক্রোমোজোম, জিন, ও DNA এর সম্পর্ক কি?

ক্রোমোজোম এর রাসায়নিক উপাদান কি কি?

DNA RNA এর পার্থক্য ?

ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর পার্থক্য ?

কোশচক্র কাকে বলে? এর গুরুত্ব ?

চেকপয়েন্ট কি? 

G1, S , প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এর বৈশিষ্ট্য। 

মিয়োসিস এর তাৎপর্য কি?

ক্রসিংওভার কি? এর গুরুত্ব কি? 












Post a Comment

0 Comments

Close Menu