দশম শ্রেণী
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025
সাজেশন
জীবন বিজ্ঞান
সংবেদনশীলতা কি?
প্রকরন চলন কি?
ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক চলন এর পার্থক্য কি?
ন্যাস্টিক চলন এর প্রকারভেদ এর উদাহরণ দাও।
অক্সিন ও জিব্বেরেলিন এর কাজ কি?
কৃষিকার্যে কৃত্রিম হরমোনের কাজ কি?
ফিডব্যাক নিয়ন্ত্রণ কি ব্যাখ্যা কর।
থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, প্রোজেস্টেরোন এর কাজ লিখ।
ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিডাস এর পার্থক্য কি ?
হরমোন ও স্নায়ুর পার্থক্য ?
নিউরোন স্নায়ু ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক কি ?
সাইন্যাপস কি ?
গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক, পনস, সুষুন্মাশীর্ষক, থ্যালামাস এর কাজ?
প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কি?
একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য ?
অন্ধবিন্দু ও পিতবিন্দু কি?
উপযোজন কি? কাছের ও দূরের বস্তু দেখার জন্য উপযোজন পদ্ধতি বর্ননা কর?
গমনের উদ্দেশ্য কি?
মাছের গমনে মায়াটোম পেশির ভূমিকা ?
কবজা সন্ধি, বল সকেট সন্ধি কি উদাহরণ দাও ।
ফ্লেক্সর ও এক্সটেনসর পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা কর।
ক্রোমোজোম, জিন, ও DNA এর সম্পর্ক কি?
ক্রোমোজোম এর রাসায়নিক উপাদান কি কি?
DNA RNA এর পার্থক্য ?
ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর পার্থক্য ?
কোশচক্র কাকে বলে? এর গুরুত্ব ?
চেকপয়েন্ট কি?
G1, S , প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এর বৈশিষ্ট্য।
মিয়োসিস এর তাৎপর্য কি?
ক্রসিংওভার কি? এর গুরুত্ব কি?
0 Comments