ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী?
প্রাক বিপ্লব ফ্রান্সের অনেক দার্শনিক ও সাহিত্যিবাদের আভির্ভার ঘটেছিল, সারা সমাজে দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে লেখনিধারন করে দেশবাসীকে বৈপ্লবিক ভাবাদর্শে অনুপ্রানিত করে তুলেছিলেন।
দার্শনিকদের ভাবনাচিন্তা :- যারাসি দার্শনিকদের ভাবনাচিন্তার বিভিন দিক ছিল
(1) মন্তেস্কু : মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক শাসনব্যবসার সমর্থক। 'The Pension Letters' এবং 'The spirit of laws' গ্রন্থে
তিনি অভিজাত শ্রেণী ও রাজ পরিবার কিভাবে দুর্নীতির পাঁকে ডুবে আছে তা দেখিয়েছেন। সুশাসন প্রবর্তনের জন্য শাসন, আইন ও বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান।
(2) ভলতেয়ার : ভলতেয়ার ছিলেন ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্র ও কুলুষিত চার্চতন্ত্রের কঠোর সমালোচক, 'কাঁদিদ' ও 'লেত্র ফিলোজফিক' গ্রন্থ দুটিতে তিনি চার্চ ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে 'যুদ্ধংদেহি' মনোভাব গ্রহণ করে। 'কাঁদিদ'-এ তিনি লেখেন যে চার্চ হলো
"A monument of bigotry and a den of superistition."
তার ব্যঙ্গ বিদ্রূপপূর্ণ রচনা পুরাতন তন্ত্রের ভিত্তিমূলকে শিথিল করে দিয়েছিল এবং ফরাসি বিপ্লবের ভাবগত পটভূমি তৈরি করে দিয়েছিল।
(3) রুশো : রুশোকে ফরাসি বিপ্লবের 'মন্ত্রগুরু' বলা হয়ে, তাঁর "The social contruct' বা 'সামাজিক চ্যুক্তি'-গ্রন্থে বলেন যে জনসাধারন রাষ্ট্রের সকল শক্তির উৎস। চ্যূক্তির মাধ্যমে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনসাধারন রাজপথ সৃষ্টি করেছেন। রাজা যদি সেই কর্তব্য পালন না করেন তবে তাঁকে অপসারিত করার অধিকারও জনসাধারণের আছে।
"Man is born free but everywhere he is in chain"
- রুশোর এই বাণী ফ্রান্সে বিপ্লবের জোয়ার আনে।
(4) বিশ্বকোষ রচয়িতাগন :- সমসাময়িক পন্ডিতদের সহায়তায় ডেনিস দিদেঁরো,
এলেমবার্ট প্রমুখ দার্শনিক 35 খন্ডের বিশ্বকোষ রচনা করেন এবং তাতে তৎকালীন সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ত্রুটি-বিচ্যুতিকে সমালোচনা করেন।
(5) ফিজিওক্রাটস :- ফরাসি বিপ্লবের পূর্বে একদল অর্থনীতিবিদ বিশেষত কুইসনে প্রমুখ অর্থনীতিবিদ বানিজ্য, শিল্প ও কৃষির বিকাশে রাষ্ট্রীয় কতৃত্ব অবাঞ্ছিত বলে মনে করেন যা ফিজিওক্রাটস হিসেবে পরিচিত।
ঐতিহাসিক বিতর্ক :-
ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে ঐতিহাসিক মহলে মতভেদ দেখা যায়-
(ক) অ্যাডমোন বার্ক, সেতো ব্রিয়াঁ প্রমুখের মতে-
"ফরাসি দার্শনিকদের ভাবধারা পুরাতন তন্ত্রের ভিত্তি দুর্বল করে তুলেছিল।"
(খ) মর্স স্টিমেনস, ডেভিড টমসন প্রমুখ-এর মতে - "ফরাসি বিপ্লবের আগমনের মূলে ছিল বৈপ্লবিক পরিস্থিতি এবং এই পরিস্থিতি পুরাতন ব্যবস্থার ব্যর্থতা ও অসঙ্গতি থেকে উদ্ভুত হয়েছিল।"
মন্তব্য:
পরিশেষে বলা যায় প্রাক্ বিপ্লব যুগের দার্শনিকরা মূলত মধ্যবিত্ত সমাজের লোক ছিলেন এবং এই কারণেই এদের রচনা মধ্যবিত্ত শিক্ষিত সমাজকে প্রভাবিত করেছিল। নিরপেক্ষভাবে বিচার করে বলা যায় যে যারাসি বিপ্লবে প্রত্যক্ষভাবে যোগ না দিলেও, ফরাসি বিপ্লবের মানসক্ষেত্র রচনায় দার্শনিকদের অবদান বা ভূমিকা ছিল অপরিসীম।
0 Comments