Ad Code

পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপস্থিতি গুগল শিট (Google Sheet) এ

পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপস্থিতি গুগল শিট (Google Sheet) এ 




২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন পরীক্ষা শেষের দু মাসের মধ্যেই ফল প্রকাশিত হবে। পাশাপাশি সংসদ সভাপতি জানিয়েছেন পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক এর সেমিস্টার পদ্ধতিতেও পরীক্ষার সময় শিক্ষার্থীদের উপস্থিতি গুগল শিট (Google Sheet) এর মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হবে। 

সংসদের বিজ্ঞপ্তি ছাড়া রাজ্যের কিছু জেলা যেমন হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, উত্তর ২৪ পরগনার বেশ কিছু স্কুল পরীক্ষার্থী দের উপস্থিতি গুগল শিট এ নথিবদ্ধ করে রেখেছে। এতে অনেক সাফল্য পেয়েছে সংসদ। তাই পরের বছর থেকে সমস্ত স্কুল এ পাকাপাকি ভাবে শুরু হবে গুগল শিট এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতির নথিভুক্তকরণ। 

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ৩ মার্চ এবং শেষ হয় ১৮ মার্চ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হল ৫ লক্ষ ৯ হাজার জন। এর আগের বারের পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার জন। এবারে ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে ৪৫ হাজার ৫৭১ জন বেশি ছিল। মোট ৬২ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। 

Post a Comment

0 Comments

Close Menu