Ad Code

উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের উদার হওয়ার বার্তা শিক্ষা সংসদের | HS 2025 news

উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের উদার হওয়ার বার্তা শিক্ষা সংসদের

গত ১৮/০৩/২০২৫ শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার শেষ দিনে পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য একগুচ্ছ নিয়ামবলি প্রকাশ করেছে শিক্ষা সংসদ।


উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের উদার হওয়ার বার্তা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস মেনে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে।


এ বছর পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য শিক্ষা সংসদ যে একগুচ্ছ নিয়ামবলি প্রকাশ করেছে সেগুলো হল - উত্তরপত্র মূল্যায়ন, কেজিং-এ নম্বর তোলা, লুজ শিট-এ গরমিল বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিত করা, স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা সহ একাধিক বিষয়। 


পাশাপাশি, উল্লেখ করা হয়েছে, সমস্ত বিষয়ের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের রক্ষণশীল হলে চলবে না। পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে তাঁদের উদার মনোভাব রাখতে হবে। পরীক্ষার্থীরা যে সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ ভাবে দিতে পেরেছে, সে ক্ষেত্রে তাদের পূর্ণমান বা ‘ফুল মার্কস’ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


চলতি বছরে ইংরেজি পরীক্ষার প্রশ্নে বেশ কিছু ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে। ‘তাজমহল’-এর বানান ভুল থেকে ‘গ্রামার’-এর ‘ফিগার অফ স্পিচ’-সহ বেশ কিছু প্রশ্নে রয়েছে বিভ্রান্তি। সে সব প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথা উল্লেখ করেছে শিক্ষা সংসদ।


এ ছাড়া, ‘গ্রামার’-এর অংশে শিক্ষা সংসদের তরফে যে উত্তরগুলি সঠিক বলে উল্লেখ করে পরীক্ষকদের পাঠানো হয়েছে, তার বাইরেও যদি কোনও উত্তর সঠিক মনে করেন তাঁরা, সে ক্ষেত্রেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে।


Post a Comment

0 Comments

Close Menu