Ad Code

HS 2025 কত জনের মোবাইল ধরা পড়ল? কত জনের পরীক্ষা বাতিল করা হল ?

HS 2025 কত জনের মোবাইল ধরা পড়ল? কত জনের পরীক্ষা বাতিল করা হল ?

ইতি মধ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল। মোটের উপর শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন।


পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর এর মতো ব্যবস্থাও করা হয়েছিল। পরীক্ষার আগে কড়াকড়ি নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে যদি কোনো শিক্ষার্থী ধরা পড়ে তাহলে পরীক্ষা বাতিল করা হবে। 


এতকিছু কড়াকড়ি ব্যবস্থা থাকা সত্বেও এবারের পরীক্ষা তে আট জন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছিল। এর মধ্যে চার জন ছাত্র ও চার জন ছাত্রী। সংসদ মারফত খবর এই আট জনের পরীক্ষা বাতিল ও করা হয়েছে। 


তবে গতবারের চেয়ে এবারে মোবাইল ধরা পড়ার সংখ্যা অনেক কম। গতবারের মোবাইল ফোন ধরা পড়ার সংখ্যা ছিল ৪১ জন। 

Post a Comment

0 Comments

Close Menu