Ad Code

Scholarship After Madhyamik Exam 2025 ( মাধ্যমিক পাশে একগুচ্ছ স্কলারশিপ ২০২৫ )

Scholarship After Madhyamik Exam 2025 ( মাধ্যমিক পাশে একগুচ্ছ স্কলারশিপ ২০২৫ )



মাধ্যমিক পরীক্ষার পর তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তোমাদের জন্য থাকলো একগুচ্ছ স্কলারশিপ এর সন্ধান। পশ্চিবঙ্গ সরকার এর তরফ থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে তার সঙ্গে থাকবে বিভিন্ন বেসরকারি সংস্থার স্কলারশিপ এর সন্ধান। যারা মেধাবী কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্যই বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। 

কিছু সরকারি স্কলারশিপ এর নাম ও তারিখ: 

(১) Swami Vivekananda Merit Cum Means Scholarship for Minorities(স্বামী বিবেকানন্দ স্কলারশিপ) - 

আবেদনের তারিখ : অক্টোবর বা নভেম্বর ২০২৫

যোগ্যতা : ৬০% বা তার বেশি। 

স্কলারশিপ মূল্য : প্রতি বছরে ১২০০০ টাকা পাওয়া যায়। 


(২) নবান্ন স্কলারশিপ - নবান্ন থেকে দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপ। 

আবেদনের তারিখ : সারা বছর আবেদন করা যায়।

যোগ্যতা : ৫০% বা তার বেশি। 

স্কলারশিপ মূল্য : 

(৩) ঐক্যশ্রী স্কলারশিপ : পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের দেওয়া হয় 

আবেদনের তারিখ : শুরু হলে জানিয়ে দেওয়া হবে 

যোগ্যতা: ৫০% বা তার বেশি। 


(৪) Sitaram Jindal Scholarship (সীতারাম জিন্দাল স্কলারশিপ) : 

আবেদনের তারিখ : আবেদন শুরুর তারিখ এখনও জানানো হয়নি।

যোগ্যতা : যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

পারিবারিক আয় প্রতি বছরে 250000 টাকা থেকে কম হতে হবে। 

স্কলারশিপ মূল্য : স্কলারশিপ হিসাবে মাসে 500 টাকা থেকে 2500 টাকা পাওয়া যায় যোগ্যতা হিসাবে। 

(৫) LIC Golden Jubilee Scholarship (LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ) 2025 - 

যোগ্যতা : 60% নম্বর লাগবে আবেদন করার জন্য।

আবেদনের তারিখ : আবেদন শুরুর তারিখ এখনও জানানো হয়নি।

পারিবারিক আয় প্রতি বছরে 250000 টাকা থেকে কম হতে হবে। 

স্কলারশিপ মূল্য : বছরে 15000 টাকা পাওয়া যায়। 


বিভিন্ন সময়ে এই স্কলারশিপগুলির আবেদন যোগ্যতা এবং আবেদন করার নিয়মে বিভিন্ন পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে আবেদন জানানোর আগে আবেদনকারীরা অবশ্যই প্রতিটি স্কলারশিপে আবেদন করার নিয়মাবলী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুরুত্ব সহকারে পড়ে নেবেন।

Post a Comment

0 Comments

Close Menu