Ad Code

উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বদল | HS 2025 Syllabus Change

 উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বদল 


উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র খবর এবারে আবার ও উচ্চ মাধ্যমিক এর সিলেবাস পরিবর্তন হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন যে বিশেষজ্ঞ দের মতামতের ভিত্তিতে এই বদল করা হয়েছে।



শুধুমাত্র তৃতীয় সেমিস্টার এ এই বদল হতে চলেছে। স্কুল গুলোতে নির্দিষ্ট নির্দেশিকা সময়মতো পৌঁছে যাবে বলেও জানা গেছে।


জানা গিয়েছে ইংরেজির সিলেবাসে বদল আনা হয়েছে৷ এতদিন ইংরেজি পাঠ্যক্রমে রাখা হয়েছিল প্রখ্যাত ইংরেজি লেখিকা Virginia Woolf এর "A Room of One's Own". এই গদ্যটি বাদ দেওয়া হল পাঠ্যক্রম থেকে। বাদ দেওয়া হয়েছে Anton Chekhov এর "The Bet" গল্প টি, নাটকের ক্ষেত্রে Mahesh Dattani র "Tara" নাটকটিও বাদ দেওয়া হয়েছে। তার বদলে John Millington Synge এর "Riders to the Sea". 



Post a Comment

0 Comments

Close Menu