Class IX
Mock Test - 1
1st Summative 2025
F.M - 40
A. সঠিক উত্তর নির্বাচন করো। ১×৭=৭
১.১ টেরিডোফাইটার উদাহরণ হল -
a) পাইনাস
b) পোগোনেটাম
c) লাইকোপোডিয়াম
d) মিউকর।
১.২ জীব বিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলে তৈরি হয় -
a) নৃ বিদ্যা
b) বায়োনিক্স
c) বায়োমেট্রি
s) ভূগোল
১.৩ একাধিক নিউক্লিয়াস থাকে -
a) স্নায়ু কোষ
b) পেশি কোষ
c) আবরণী কোষ
d) কোনোটিই নয়।
১.৪ রাইবোজোম এর অধ একক যুক্ত হতে সাহায্য করে -
a) Cl
b) Ca
c) Mg
d) Mn আয়ন।
১.৫ শ্রেণীবিন্যাস এর ক্ষুদ্রতম একক হল -
a) শ্রেণী
b) বর্গ
c) গোত্র
d) প্রজাতি।
১.৬ কম্বপ্লেট এর কাজ হল -
a) গমন
b) রেচন
c) জনন
d) আত্মরক্ষা।
১.৭ RBC এর কবরখানা হল -
a) ফুসফুস
b) প্লীহা
c) যকৃৎ
d) বৃক্ক।
B. একটি বাক্যে উত্তর দাও। (তিনটি) ১×৩=৩
২.১ একটি নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লিখ
২.২ কোন ভিটামিন এর অভাবে পেলেগ্রা হয়?
২.৩ পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়?
২.৪ কোন কলাতে ভিত্তিপর্দা থাকে?
C. শূন্যস্থান পূরণ করো। (২টি) ১×২=২
৩.১ সিউডোসিলোম_____পর্বে দেখা যায়।
৩.২ বাদুড় হল_______শ্রেণীর প্রাণী।
৩.৩ _____হল উভচর উদ্ভিদ।
D. সত্য মিথ্যা নির্বাচন করো। ১×২=২
৪.১ কোলেনকাইমার কোষ প্রাচীর অসমভাবে স্থূল।
৪.২ অ্যাক্রোজোম গঠন করে গলগীবডি।
E. A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও। ১×৪=৪
৫.১ প্রতিবর্ত ক্রিয়া। a. সিভনল
৫.২ সাইক্লয়েড b. রুই
৫.৩ নিউক্লিয়াস বিহীন c. শর্করা
৫.৪ ল্যাকটোজ d. সুষুন্মাকান্ড
e. রক্ত
F. সংক্ষিপ্ত উত্তর দাও। (৬টি) ২×৬=১২
৬.১ আর্থ্রোপোডার ৪ টি বৈশিষ্ট্য লিখ।
৬.২ জীবদেহে শর্করার ভূমিকা লিখ।
৬.৩ DNA ও RNA এর পার্থক্য লিখ।
৬.৪ সমস্ত ভার্টিব্রাটা কর্ডাটা কিন্তু সমস্ত কর্ডাটা ভার্টিব্রাটা নয় কেন?
৬.৫ অপরিহার্য অ্যাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও?
৬.৬ ভিটামিন C এর উৎস ও দুটি কাজ লিখ।
৬.৭ প্যারেনকাইমা ও কোলেনকাইমার পার্থক্য লিখ।
৬.৮ ছত্রাকের বৈশিষ্ট্য লিখ।
G. নিম্ন লিখিত প্রশ্নের উত্তর দাও। ৫×২=১০
৭.১ একটি ইউক্যারিওটিক নিউক্লিয়াস এর পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো।
অথবা
চিত্র সহ কোষ পর্দার তরল মোজাইক মডেল এর গঠন বর্ণনা কর।
৭.২ দ্বিপদ নামকরণের নিয়মাবলী বর্ণনা কর। ভাজক কলার বৈশিষ্ট্য লিখ।
অথবা
আধুনিক জীববিদ্যার ৩ টি প্রয়োগ বর্ণনা করো। কন্ড্রিকথিস ও অস্টিকথিস এর ৩টি পার্থক্য লিখ।
0 Comments