Ad Code

গ্রাম-অণু | Gram-Molecule

গ্রাম-অণু (Gram-Molecule): 

উত্তর : কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরের পদার্থকে ওই পদার্থের এক গ্রাম-অণু বা এক গ্রাম-মোল বলে। 

যেমন- এক গ্রাম-অণু নাইট্রোজেন ও অ্যামোনিয়া বলতে যথাক্রমে 28 গ্রাম নাইট্রোজেন ও 17 গ্রাম অ্যামোনিয়াকে বোঝায়।

Post a Comment

0 Comments

Close Menu