Ad Code

HS 2020 Biology Question Answer

    HS 2020 

SUB - BIOLOGY 


 PART - A

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:      (1×14=14)

(1) প্রদত্ত কোনটি ইন-সিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়? 

a) স্যাঙ্কচুয়ারি, 

(b) সিড ব্যাংক, 

(c) ন্যাশনাল পার্ক, 

(d) বায়োস্ফিয়ার রিজার্ভ।

Answer. (b) সিড ব্যাংক

(ii) নিম্নলিখিত কোন উৎসেচকটি PCR-এর জন্য প্রয়োজন-

(a) RNA পলিমারেজ, 

(b) রাইবোনিউক্লিয়েজ, 

(c) Taq পলিমারেজ, 

(d) এন্ডোনিউক্লিয়েজ।

Answer. (c) Taq পলিমারেজ

(iii) প্রদত্ত ডেয়ারি ব্রিডের মধ্যে কোনটি ভারতীয়? 

(a) আয়ারশায়ার, 

(b) জার্সি, 

(c) হলস্টেন, 

(d) ওংগোল। 

Answer. (d) ওংগোল 

(iv) কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয় ? 

(a) হ্যালডেন, 

(b) উরে ও মিলার, 

(c) পাস্তুর, 

(d) ওপারিন।

Answer.(c) পাস্তুর 

(v) যৌন সংযোজিত বংশানুক্রমগত রোগের একটি উদাহরণ হল-

(a) সিকল সেল অ্যানিমিয়া, 

(b) হিমোফিলিয়া, 

(c) অ্যাপ্রিনিজ্য, 

(d) ফিনাইল কিটোনিউরিয়া।

Answer.(b) হিমোফিলিয়া 

(vi) নিম্নলিখিত জীবগুলির কোনটি কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে?-

(a) Chlamydomonas, 

(b) Spirogyra, 

(c) Penicillium, 

(d) এগুলির কোনোটিই নয়।

Answer.(c) Penicillium 

(vii ) প্রদত্ত কোনটিতে বহিঃনিষেক ঘটে না? 

(a) শৈবাল, 

(b) উভচর, 

(c) মৎস্য, 

(d) স্তন্যপায়ী।

Answer.(d) স্তন্যপায়ী 

(viii) অমৃতা দেবী (বেনিওয়াল) কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?-

(a) চিপকো আন্দোলন, 

(b) সাইলেন্ট ভ্যালি আন্দোলন, 

(c) বিশনোই (জয়পুর) আন্দোলন, 

(d) এগুলির কোনোটিই নয়।

Answer.(c) বিশনোই (জয়পুর) আন্দোলন 

(ix) জুপ্ল্যাংকটন হল- 

(a) প্রাথমিক খাদক, 

(b) গৌণ খাদক, 

(c) প্রগৌণ খাদক, 

(d) এগুলির কোনোটিই নয়।

Answer.(a) প্রাথমিক খাদক 

(X) নীচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়।-

(a) Escherichia, 

(b) Azotobacter, 

(c) Agrobacterium, 

(d) Salmonella

Answer.(c) Agrobacterium 

(xi) প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত?

(a) IgD, 

(b) IgE, 

(c) IgG, 

(d) এগুলির কোনোটিই নয়।

Answer.(c) IgG 

(xii) সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি হল 

(a) DNA --> RNA --> প্রোটিন, 

(b) RNA --> প্রোটিন --> DNA,

(c) DNA --> প্রোটিন --> RNA. 

(d) প্রোটিন --> RNA --> DNA

Answer.(a) DNA --> RNA --> প্রোটিন 

(xiii) নিম্নলিখিতগুলির কোনটি কে কর্নবার্গের উৎসেচক (Kornberg's enzyme) বলা হয়?

(a) DNA পলিমারেজ-III, 

(b) DNA লাইগেজ, 

(c) RNA পলিমারেজ -I, 

(d) DNA পলিমারেজ -I

Answer.(d) DNA পলিমারেজ -I 

(xiv) প্রদত্তগুলির কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে?

(a) অক্সিটোসিন, 

(b) ADH, 

(c) প্রোল্যাক্টিন, 

(d) গ্লুকাগন। 

Answer.(c) প্রোল্যাক্টিন 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি এক বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)             (1×4=4)


(i) ঔষধ শিল্পে ব্যবহৃত হয় এমন একটি জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো।

Answer. Bacillus subtilis 

(ii) উগ্যামির সংজ্ঞা দাও। 

Answer. যে উন্নত সিনগ্যামি প্রক্রিয়ায় দুটি ভিন্ন আকৃতির, আয়তন, ও প্রকৃতিযুক্ত গ্যামেটের স্থায়ী মিলনের দ্বারা ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়, তাকে উগ্যামি বলে।

অথবা, বহুবিভাজন কাকে বলে?

Answer. যে অযৌন জনন পদ্ধতিতে এককোশী জনিতৃ জীবের নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বহুবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য নিউক্লিয়াস গঠন করে এবং প্রতিটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত হয়ে বহু সংখ্যক অপত্য জীবের জন্ম দেয়, তাকে বহুবিভাজন বলে।

(iii) পপুলেশনের সংজ্ঞা দাও। 

Answer. একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে, নির্দিষ্ট সময়ে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের সমষ্টিকে পপুলেশন বলে।

অথবা, লবণাম্বু (হ্যালোফাইট) উদ্ভিদের যে-কোনো একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 

Answer. এদের কান্ডের ত্বক পুরু কিউটিকলযুক্ত হয়। রোম ও মোম জাতীয় পদার্থের আস্তরন যুক্ত হওয়ায় লবন জলে এর কোনো ক্ষতি হয় না। 

(iv) লিংকড জিন বলতে কী বোঝো?

Answer. যে সমস্ত জীন একই ক্রোমোজোমে অবস্থান করে বংশপরম্পরায় সঞ্চারিত হয় এবং কখনোই স্বাধীনভাবে বিন্যস্ত হওয়ার প্রবনতা দেখায় না, তাদের লিংকড জিন বলে।


PART - B 


1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীর)                 (2×5=10)


(i) ইতর পরাগযোগের যে-কোনো দুটি সুবিধা উল্লেখ করো।

(ii) নিউক্লিওজোম কী? 

অথবা, কীভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়?

(ⅲ) 'মধু'র উপাদানগুলি উল্লেখ করো।

অথবা, মেজর কার্প বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।

(iv) আণবিক কাঁচি বলতে কী বোঝো। DNA লাইগেজ কী?

(v) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার যে-কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো। 

অথবা, ওজোন গহ্বর কী?

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                          (3×9=27)

(1) গুপ্তবীজী উদ্ভিদে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। 

অথবা, গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ (MTP) বলতে কী বোঝো? অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য কী?(2+1)

(ii) উদাহরণসহ মাল্টিপল অ্যালিলিজম ও প্লিওট্রপির পার্থক্য লেখো।

(iii) ল্যাক ওপেরনের গঠন সংক্ষেপে বর্ণনা করো।

অথবা, ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন সংক্রান্ত গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা করো যা প্রমাণ করে DNA-ই বংশগতি বস্তু।

(iv) বায়োফার্টিলাইজার কী? যে-কোনো দুটি ব্যাকটেরিয়ার বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহার পদ্ধতি বর্ণনা করো। (1+2)

(v) অনুবিস্তারণ কী? অনুবিস্তারণের সুবিধাগুলি সংক্ষেপে উল্লেখ করো। (1+2)

(vi) ফাইলেরিয়েসিস-এর উপসর্গগুলি উল্লেখ করো। মাইক্রোফাইলেরিয়া কী? (2+1)

অথবা, হিউমোরাল ও সেল মেডিয়েটেড অনাক্রম্যতার দুটি পার্থক্য উল্লেখ করো। ট্রাংকুলাইজার ড্রাগের একটি উদাহরণ দাও। (2+1)

(vii) জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (GMO) কী? Bt-ক্রপ উৎপাদনের প্রয়োজনীয় ধাপগুলি সংক্ষেপে উল্লেখ করো। (1+2)

( viii) জিন থেরাপি কী? মানব ইনসুলিনের তাৎপর্য উল্লেখ করো। (1+2)

অথবা, কৃষিকার্যে বায়োটেকনোলজির প্রয়োগের দুটি উদাহরণ দাও। ক্লোনিং ভেক্টরের সংজ্ঞা দাও। (2+1)

ix) ইকোলজিক্যাল নিচ্ (Niche) বলতে কী বোঝো। একটি মরুবাসী প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। (2+1)

অথবা, বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের প্রভাবকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। কর্কর (ডেট্রিটাস) খাদ্যশৃঙ্খলের একটি উদাহরণ দাও। (2+1)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)                     (5×3=15)

(1) গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। পার্থেনোকার্পির সংজ্ঞা দাও  (3+1)+1

অথবা, রজচেক্রের বিভিন্ন দশায় মানব জরায়ুর পরিবর্তনগুলি ছকের আকারে উল্লেখ করো। ক্যাপাসিটেশন কী। (4+1)

(ii) ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভ দশাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ট্রাইজোমি কী? (4+1)

(iii) বিশ্ব উষ্নায়নের তাৎপর্য লেখো। মানবদেহে জলদুষণের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো। (3+2)

অথবা, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। বায়োডাইভারসিটি হটস্পট বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। (3+1+1)



Post a Comment

0 Comments

Close Menu