প্রোটন ও নিউট্রনের সাদৃশ্য
(1) দুটিই পরমাণুর মূল উপাদান,
(2) প্রোটন ও নিউট্রন উভয়ই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত,
(3) প্রোটন ও নিউট্রন দুটির ব্যাসার্ধই সমান প্রায় 1.2 × 10^-13 cm,
(4) উভয়ের ভর প্রায় সমান,
(5) পরমাণুর ভর প্রোটন ও নিউট্রন উভয়ের সংখ্যার উপরই নির্ভরশীল।
0 Comments