Ad Code

রাদারফোর্ডের পরমাণু মডেল | Rutherford Atomic Model

 রাদারফোর্ডের পরমাণু মডেল 

পরমাণুর দুটি অংশ, যথা নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রক বা এবং নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল। 

☆কেন্দ্রক বা নিউক্লিয়াস :

(i) সমগ্র পরমাণুর ভর, পরমাণুর কেন্দ্রে অতি অল্প স্থানে কেন্দ্রীভূত থাকে। একে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে।

(ii) পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা অবস্থান করে। তাই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস ধনাত্মক হয়।

(iii) পরমাণুর ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের ব্যাস অনেক কম হয়। তাই বলা যায় পরমাণু নিরেট নয়, এর বেশিরভাগ অংশ ফাঁকা। 


☆বাইরের ইলেকট্রন মহল :

(i) নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক তড়িদ্‌গ্রস্ত ইলেকট্রন কণাগুলি ঘুরতে থাকে। পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরেও ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। প্রোটন ও ইলেকট্রনের মোট আধান সমান ও বিপরীত হবার কারণে পরমাণু নিস্তড়িৎ হয়।

(ii) রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায়। নিউক্লিয়াস ধনাত্মক তড়িদাধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। তাই এদের মধ্যে স্থির-তাড়িতিক আকর্ষণ বল কাজ করে। ফলে, ইলেকট্রনগুলি ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা। কিন্তু বাস্তবে তা হয় না।

Post a Comment

0 Comments

Close Menu