Ad Code

মরুদ্যান | Oasis

 মরুদ্যান | Oasis

মরুভূমির অনেক গভীরে অবস্থিত শিলাস্তরে জল সঞ্চিত থাকে। মরুভূমির কোথাও কোথাও সেই শিলাস্তরে ফাটল ধরলে সেই সঞ্চিত জল বাইরে বেরিয়ে এসে জলাশয় তৈরি করে। শুষ্ক মরুভূমির বুকে এই জলাশয়কে ঘিরে যে গাছপালা জন্মায়, তাকেই মরূদ্যান বলা হয়।

Post a Comment

0 Comments

Close Menu