Ad Code

নক-নি (Knock Knee) বা জেনু ভালগাম (Genu Vulgum)

নক-নি (Knock Knee) বা জেনু ভালগাম (Genu Vulgum) :  

শৈশবে ভিটামিন D এর অভাবে পায়ের হাড়ের বিকৃতির ফলে দু পায়ের হাঁটু কাছাকাছি আসে এবং দুটো পা দূরে সরে যায়। ফলে চলাচল করার সময় হাঁটুতে হাঁটুতে ধাক্কা লাগে। একে নক-নি (Knock Knee) বা জেনু ভালগাম (Genu Vulgum) বলে। 

Post a Comment

0 Comments

Close Menu