Ad Code

আইসোটোন (Isotone)

আইসোটোন (Isotone)

যে-সব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা,তাদের পরস্পরকে একে অপরের আইসোটোন বলে।

উদাহরণ- 14Si³⁰ এবং 15P³¹ এরা পরস্পর আইসোটোন কারণ - এদের উভয়ের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান। অর্থাৎ, প্রথমটিতে (30 – 14) = 16টি এবং দ্বিতীয়টিতে (31 15) = 16টি, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা অর্থাৎ, 14 ও 15, তাই এরা পরস্পরের আইসোটোন।

Post a Comment

0 Comments

Close Menu