আইসোবার (Isobar)
যে-সব মৌলের ভরসংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদের পরস্পরকে আইসোবার বলে।
এদের প্রোটন তথা ইলেকট্রন সংখ্যা আলাদা হবার কারণে রাসায়নিক ধর্ম আলাদা হয়।
যেমন - 18Ar⁴⁰, 19K⁴⁰, 20Ca⁴⁰ এরা পরস্পর পরস্পরের আইসোবার। কারণ এদের প্রত্যেকের ভরসংখ্যা সমান অর্থাৎ 40, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 18, 19, 20.
0 Comments