Ad Code

রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি | Drawback of Rutherford Atomic Model

 রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি 


(i) রাদারফোর্ড-এর পরমাণু মডেল অনুযায়ী, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি ধনাত্মক তড়িগ্রস্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে তীব্রবেগে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলে। ফলে, তাদের মধ্যে সমান ও বিপরীতমুখী স্থির-তাড়িতিক আকর্ষণ বল কাজ করে। আবার, তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, কোনো তড়িদ্‌গ্রস্ত কণা কোনো তড়িৎক্ষেত্রে এইভাবে আবর্তন করলে তা থেকে ক্রমাগত শক্তি বিকিরিত হতে থাকবে। ফলে, একসময় শক্তি হ্রাস পেয়ে ইলেকট্রনটির গতিবেগ কমে যাবে এবং শেষ পর্যন্ত নিউক্লিয়াসে গিয়ে পড়বে। ফলে, পরমাণুর স্থায়িত্ব নষ্ট হবে

(ii) রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, তীব্রবেগে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল ইলেকট্রন থেকে অবিরাম শক্তি বিকিরিত হয়। ফলে, পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালি পাওয়া উচিত। কিন্তু, প্রকৃতপক্ষে রেখাবর্ণালি পাওয়া যায়। এইরূপ রেখাবর্ণালি পাওয়ার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না।

Post a Comment

0 Comments

Close Menu