বিষয় |
প্রোটন |
নিউট্রন |
আধান |
ধনাত্মক তড়িদ্গ্রস্ত কনা |
এটি নিস্তড়িৎ কন |
নির্ভরশীলতা |
প্রোটন সংখ্যার উপর মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে |
নিউট্রন সংখ্যার উপর মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে না |
অবস্থান |
সব মৌলের পরমাণুতে প্রোটন থাকে |
সাধারণ হাইড্রোজেন পরমাণু নিউট্রন বিহীন |
ভর |
প্রায় 1.6725×10^-27kg |
প্রায় 1.675×10^-27kg |
সংখ্যা |
একই মৌলের সকল পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা অভিন্ন হয় |
একই মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা বিভিন্ন হলে আইসোটোপ সৃষ্টি হয় |
তড়িৎক্ষেত্রে প্রভাব |
প্রোটন তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় |
নিউট্রন তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না |
0 Comments