Ad Code

প্রোটন ও নিউট্রনের পার্থক্য | Difference between Proton and Neutron

বিষয় প্রোটন নিউট্রন
আধান ধনাত্মক তড়িদ্‌গ্রস্ত কনা এটি নিস্তড়িৎ কন
নির্ভরশীলতা প্রোটন সংখ্যার উপর মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে নিউট্রন সংখ্যার উপর মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে না
অবস্থান সব মৌলের পরমাণুতে প্রোটন থাকে সাধারণ হাইড্রোজেন পরমাণু নিউট্রন বিহীন
ভর প্রায় 1.6725×10^-27kg প্রায় 1.675×10^-27kg
সংখ্যা একই মৌলের সকল পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা অভিন্ন হয় একই মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা বিভিন্ন হলে আইসোটোপ সৃষ্টি হয়
তড়িৎক্ষেত্রে প্রভাব প্রোটন তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় নিউট্রন তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না

Post a Comment

0 Comments

Close Menu