বিষয় |
ইলেকট্রন |
প্রোটন |
আধান |
ঋণাত্মক আধানযুক্ত কনা |
ধনাত্মক আধানযুক্ত কনা |
ভর |
অতি নগন্য |
ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুন |
ব্যাসার্ধ |
প্রায় 2.8×10^-13cm |
প্রায় 1.2×10^-13cm |
অবস্থান |
বিভিন্ন কক্ষপথে আবর্তন করে |
পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে |
রূপান্তর |
এক বা একাধিক ইলেকট্রন অপসারণের ফলে পরমাণু ক্যাটায়নে এবং ইলেকট্রন গৃহীত হলে অ্যানায়নে পরিনত হয় |
বিশেষ উপায়ে প্রোটন অপসারিত হলে বা নতুন প্রোটন যুক্ত হলে মৌলটি নতুন মৌলে পরিনত হয় |
নির্ভরশীলতা |
পরমাণুর ভর এর উপর নির্ভর করে না |
প্রোটন সংখ্যার উপর পরমাণুর ভর নির্ভরশীল |
0 Comments