Ad Code

ইলেকট্রন ও প্রোটন এর পার্থক্য | Difference between Electron and Proton

বিষয় ইলেকট্রন প্রোটন
আধান ঋণাত্মক আধানযুক্ত কনা ধনাত্মক আধানযুক্ত কনা
ভর অতি নগন্য ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুন
ব্যাসার্ধ প্রায় 2.8×10^-13cm প্রায় 1.2×10^-13cm
অবস্থান বিভিন্ন কক্ষপথে আবর্তন করে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে
রূপান্তর এক বা একাধিক ইলেকট্রন অপসারণের ফলে পরমাণু ক্যাটায়নে এবং ইলেকট্রন গৃহীত হলে অ্যানায়নে পরিনত হয় বিশেষ উপায়ে প্রোটন অপসারিত হলে বা নতুন প্রোটন যুক্ত হলে মৌলটি নতুন মৌলে পরিনত হয়
নির্ভরশীলতা পরমাণুর ভর এর উপর নির্ভর করে না প্রোটন সংখ্যার উপর পরমাণুর ভর নির্ভরশীল

Post a Comment

0 Comments

Close Menu