কাইলোমাইক্রন (Chylomicron):
ফ্যাটকে (ট্রাইগ্লিসারাইড) ঘিরে প্রোটিন ও ফসফোলিপিডের 1 micron ব্যাসসম্পন্ন শোষণযোগ্য যে লাইপোপ্রোটিন কণা গঠিত। হয় তাকে কাইলোমাইক্রন বলে। কাইলোমাইক্রনের আবরক প্রোটিনকে অ্যাপোলিপোপ্রোটিন বলে। কাইলোমাইক্রনগুলি ভিলাই মধ্যস্থ ল্যাকটিয়ালে প্রবেশ করে এবং পরে রক্তে প্রবেশ করে।
0 Comments