ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সাদৃশ্য
(1) ইলেকট্রন ও প্রোটন উভয়ই পরমাণুর মূল উপাদান কণিকা
(2) দুটিই তড়িদ্গ্রস্ত কণা,
(3) পরমাণুর মধ্যে ইলেকট্রন ও প্রোটন সমসংখ্যায় থাকে,
(4) দুটি কণিকার আধানের পরিমাণ সমান যার মান 4.8× 10^-10 esu বা 1.6 ×10 ^ - 19 coulomb,
(5) তড়িদ্গ্রস্ত হওয়ায় দুটিই তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
0 Comments