প্রতিবিম্ব (Image):
কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বা উৎসের প্রতিবিম্ব বলে।
✓ প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ দুটি হল-
(i) প্রতিফলন, ও
(ii) প্রতিসরণ।
✓ প্রতিবিম্বের প্রকারভেদ : প্রতিবিম্ব দুই প্রকার -
(I) সদবিম্ব (Real Image)
(II) অসদবিম্ব( Vertual Image)
👉সদবিম্ব (Real Image) :
কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অপর কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সদবিম্ব(Real Image) বলে।
উদাহরণ :
(a) উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব।
(b) অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব।
👉অসদবিম্ব(Vertual Image) :
কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদবিম্ব(Vertual Image) বলে।
উদাহরণ :
(a) সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব।
(b) অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব।
(c) উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব।
0 Comments