Ad Code

জারবিল | ক্যাঙারু ইঁদুর

জারবিল: 

জারবিল হল ছোটো, ইঁদুরের মতো এক প্রাণী। এরা বালি খুঁড়ে বালির ভেতর থাকে। রাতের বেলা বের হয়। এরা ক্যাঙারুর মতো লাফাতে পারে। তাই এদের ক্যাঙারু ইঁদুরও বলা হয়। এরা মূলত বিভিন্ন ধরনের ফল, বীজ, বাদাম এবং পতঙ্গ খায়। খাবার থেকেই এরা জলের চাহিদা অনেকাংশে মেটায়। জলের ঘাটতি পুষিয়ে নিতে এরা ঘন মূত্র ত্যাগ করে। এদের লম্বা লেজ থাকে। সাদা থেকে খয়েরি রঙের হয়। তবে শত্রুর চোখে ধূলো দেওয়ার জন্য বালির মতো রং ধারণ করতে পারে। এদের কান খুব সক্রিয়। এরা সাধারণত ঘাস বীজ, ছোটো শস্য, ফল, ছোটো ছোটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, খাবার থেকেই জল পায়। এমনকি বালির নীচে খাবার জমিয়েও রাখে।

Post a Comment

0 Comments

Close Menu