ফুলারিন(Fullerene) কি? এটি কিভাবে প্রস্তুত করা হয়? এর ব্যবহার লেখ?
উত্তর: কার্বনের একটি বিশুদ্ধতম রূপভেদ হল ফুলারিন। এটি দেখতে রাগবি বলের মতো। কোনো কোনো ফুলারিন অণুতে 60টি, 70টি কার্বন পরমাণু থাকে।
✓ বায়ুর অনুপস্থিতিতে ন্যাপথলিন বাষ্প কে আর্গন গ্যাসের মধ্যে 100°C উষ্ণতায় উত্তপ্ত করলে ফুলারিন উৎপন্ন হয়।
✓ (১) উচ্চ উষ্ণতায় ফুলারিনকে অর্ধপরিবাহী রূপে এবং কম উষ্ণতায় একে অতি তড়িৎ পরিবাহী রূপে ব্যবহার করা হয়।
(২) AIDS ও ক্যান্সার এর চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।
(৩) গবেষণায় ন্যানো টিউব তৈরিতে এটি ব্যবহার করা হয়।
(৪) ভবিষ্যতে সৌরকোষ ও ব্যাটারিতে ব্যবহার করা যেতে পারে।
0 Comments