ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য
(a) ক্যাথোড থেকে নির্গত হয়ে এই রশ্মি তীব্রবেগে অ্যানোডের দিকে সরলরেখায় ধাবিত হয়। এই রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান।
(b) এই রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে তার প্রতিচ্ছায়া উৎপন্ন হয়।
(c) রশ্মির গতিপথে পাতযুক্ত হালকা চাকা রাখলে রশ্মির আঘাতে চাকাটি ঘুরতে থাকে। এর থেকে প্রমাণিত হয় যে, ক্যাথোড রশ্মি কতগুলি ভরযুক্ত কণার স্রোত।
(d) কোনো বস্তুর উপর রশ্মিটি পড়লে বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পায়।
(e) কোনো গ্যাসের মধ্য দিয়ে রশ্মিটি প্রবাহিত হলে গ্যাসটি আয়নিত হয়।
0 Comments