Ad Code

পরমাণু (Atom) | পরমাণুর মূল উপাদান কণা গুলি কি কি

পরমাণু (Atom)

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। 

পরমাণুর মূল উপাদান কণা: 

প্রোটন (p) : ধনাত্মক তড়িদ্‌গ্রস্ত কণা 

ইলেকট্রন(e) : ঋণাত্মক তড়িদ্‌গ্রস্ত কণা  এবং 

নিউট্রন(n): নিস্তড়িৎ কণা।

পরমাণুতে এই মূল উপাদান কণা ছাড়াও কিছু অস্থায়ী কণা - যেমন - (ⅰ) পজিট্রন, (ii) মেসন, (iii) নিউট্রিনো, (iv) অ্যান্টি-নিউট্রিনো, (v) অ্যান্টি-প্রোটন এবং সংমিশ্র কণা যেমন - ডয়টেরন, (ii) আলফা কণা উপস্থিত থাকে

Post a Comment

0 Comments

Close Menu