পরমাণু (Atom)
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে।
পরমাণুর মূল উপাদান কণা:
প্রোটন (p) : ধনাত্মক তড়িদ্গ্রস্ত কণা
ইলেকট্রন(e) : ঋণাত্মক তড়িদ্গ্রস্ত কণা এবং
নিউট্রন(n): নিস্তড়িৎ কণা।
পরমাণুতে এই মূল উপাদান কণা ছাড়াও কিছু অস্থায়ী কণা - যেমন - (ⅰ) পজিট্রন, (ii) মেসন, (iii) নিউট্রিনো, (iv) অ্যান্টি-নিউট্রিনো, (v) অ্যান্টি-প্রোটন এবং সংমিশ্র কণা যেমন - ডয়টেরন, (ii) আলফা কণা উপস্থিত থাকে
0 Comments