Ad Code

বহুরুপতা কাকে বলে এর কারণ কি | What is Allotropy and Cause of Allotropy

বহুরুপতা (Allotropy): 

যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার নিজের মূল রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্নরূপে আত্মপ্রকাশ করতে পারে, মৌলের সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলে।

উদাহরণ : কার্বন, অক্সিজেন, ফসফরাস, সালফার প্রভৃতি মৌল বহুরুপতা দেখায়।

মৌলের বহুরূপতার কারণগুলি হল : 

১) কোনো মৌলের অণুর মধ্যে পরমাণু সংখ্যার তারতম্য ঘটলে বহুরুপতা দেখা যায়। 

যেমন - অক্সিজেন (O₂), ওজোন (O₃)। 

২) মৌলের অণুর অভ্যন্তরীণ শক্তির পার্থক্যের জন্য বহুরুপতা দেখা যায়। 

যেমন - সাদা ফসফরাস ও লাল ফসফরাসের মধ্যে অভ্যন্তরীণ শক্তির ভিন্নতার কারণে বহুরুপতা দেখা যায়। 

৩) কেলাস মধ্যস্থ পরমাণুগুলির অবস্থান বিন্যাসের ভিন্নতার জন্য বহুরুপতা দেখা যায়। 

যেমন- কার্বনের হিরে ও গ্রাফাইটে এই কারণে বহুরূপতা দেখা যায়। 

৪) মৌলের কেলাস গঠনের সময় কেলাসন পদ্ধতির পার্থক্যের জন্য অনেকসময় বহুরুপতা দেখা যায়।

Post a Comment

0 Comments

Close Menu