Ad Code

স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কি | Stalactite and Stalagmite

স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কি | Stalactite and Stalagmite 

চুনাপাথরের গুহায় যে CaCO₃ থাকে, তা বায়ুর CO₂-কে শোষণ করে গুহার দেয়ালে নানান আকৃতির সৃষ্টি করে। যদি এই আকৃতিগুলি গুহার ছাদ থেকে নীচের দিকে উলটানো শঙ্কুর ন্যায় ঝোলে, তবে তাকে স্ট্যালাকটাইট বলে এবং যদি আকৃতিগুলি গুহার নীচে সৃষ্টি হয়ে ওপরের দিকে ওঠে, তবে তাকে স্ট্যালাগমাইট বলে।

Post a Comment

0 Comments

Close Menu