উত্তর: যেহেতু দুটি অনুরূপ জারে একই চাপ ও উষ্ণতায় CO₂ এবং NO গ্যাস আছে। সুতরাং, গ্যাস দুটির আয়তন সমান। অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী, একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। অর্থাৎ, জার দুটিতে CO2 এবং NO গ্যাসের অণুর সংখ্যা সমান। কিন্তু CO2এর একটি অণুতে 2টি অক্সিজেন পরমাণু এবং NO-এর একটি অণুতে একটি অক্সিজেন পরমাণু আছে। তাই যে জারটিতে CO2 রয়েছে সেটিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেশি থাকবে।
0 Comments