Ad Code

একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান - বক্তব্যটি থেকে কি আমরা বলতে পারি প্রত্যেক অণুর আয়তন সমান?

উত্তর : একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকলেও প্রত্যেক অণুর আয়তন সমান হবে না। অণুর আয়তন বলতে এদের মোট আয়তন এবং গ্যাসের আয়তন বলতে গ্যাসের অণুগুলি যে আয়তন অধিকার করে সঞ্চারণশীল সেই আয়তনকে বোঝায়। বিভিন্ন গ্যাসের যে যে আয়তনে সমান সংখ্যক অণু থাকে, সেই সেই আয়তন সমান হয়। বিভিন্ন গ্যাসের অণুগুলির আয়তন বিভিন্ন হয়।

Post a Comment

0 Comments

Close Menu