নিশ্বাস বায়ুর অক্সিজেনের পরিমাণ বায়ুথলীয় বায়ুর অক্সিজেনের পরিমাণের চেয়ে বেশি হয় কেন?
উত্তর: যে বায়ু ফুসফুসের বায়ুথলিতে থাকে তাকে বায়ুথলীয় বায়ু (Alveolar air) বলে। এতে অক্সিজেনের পরিমাণ 13.2% থাকে। আবার বায়ু পরিবহনকারী নালির মধ্যে যে বায়ু আবদ্ধ থাকে তাকে নিষ্ক্রিয় বায়ু বলে যাতে 20.84 ml O₂ থাকে। নিশ্বাস কালে অপেক্ষাকৃত কম (13.2%), O₂ যুক্ত বায়ুথলীয় বায়ু বের হওয়ার সময় নিষ্ক্রিয় বায়ুর অর্থাৎ অপেক্ষাকৃত বেশি (20.84%) -O₂ যুক্ত বায়ুর সঙ্গে মিশে যায়, ফলে নিশ্বাস বায়ুতে O₂-এর পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ O₂-এর পরিমাণ 15.3% হয়।
0 Comments