বায়ুতে কিভাবে মিথেন উৎপন্ন হয়
উত্তর: জলাভূমি, ধানখেত, বনভূমিতে মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া(মেথানোজেনিক ব্যাকটেরিয়া যেমন - মিথানোকক্কাস) উদ্ভিজ্জ পদার্থের বিয়োজন ঘটিয়ে মিথেন তৈরি করে। এছাড়া গবাদিপশুর পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে ও উইপোকার অন্ত্রে বসবাসকারী মেথানোজেনিক ব্যাকটেরিয়াও মিথেন উৎপন্ন করে। এইভাবে বায়ুতে মিথেন উৎপন্ন হয়।
0 Comments