উত্তর : অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী, একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। অর্থাৎ, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হ্রাস পেলে তার মধ্যে উপস্থিত অণুসংখ্যা হ্রাস পাবে। সুতরাং, উপরিউক্ত গ্যাসগুলির মধ্যে যে গ্যাসের আয়তন যত বেশি তার মধ্যে উপস্থিত অণুসংখ্যাও তত বেশি এবং যে গ্যাসের আয়তন যত কম তার মধ্যে উপস্থিত অণুসংখ্যা তত কম হবে।
সুতরাং (i) 6 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা সর্বাধিক। এবং
(ii) 2 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা সর্বনিম্ন।
0 Comments