প্রকৃত মূল বা স্থানিক মূল (True Root or Tap Root) :
ভ্রূণের ভ্রুনমুল বৃদ্ধি প্রাপ্ত হয়ে যে মূল উৎপন্ন করে, তাকে প্রকৃত মূল বা স্থানিক মূল বলে।
উদাহরণ : অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদ মূল
বৈশিষ্ট্য :
১. উদ্ভিদের ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়।
২. প্রাথমিক মূল ক্রমশ বৃদ্ধি পেয়ে লম্বা ও দৃড় প্রধান মূল (Tap Root) গঠন করে।
৩. প্রধান মূলের চারিদিকে শাখা মূল ও শাখা মূলের থেকে প্রশাখা মূল বের হয়।
0 Comments