সোরোফোরা মশা
বৈশিষ্ট্য :
ⅰ) আকারে বড়ো এবং বসার সময় ডানা 7-9 mm পর্যন্ত বিস্তৃত হয়।
ii) হলুদ রং এর হয়। উদারভাগ বিবর্ণ হয়।
iii) এদের পা-গুলি লোমশ হয়।
iv) স্ত্রী মশা প্রধানত বসন্ত ও গ্রীষ্মকালে সক্রিয় হয়।
রোগের বিস্তার :
(i) এনকেফেলাইটিস
(ii) মেনিনজাইটিস
0 Comments