মোলার আয়তন (Molar volume):
প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু পরিমাণ যে-কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে, তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন (Molar volume or gram molecular volume) বলে।
✔️ NTP বা প্রমাণ চাপ ও উষ্ণতায় গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তনের মান 22.4 লিটার বা 22400 cc।
✔️ মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও উন্নতার উপর নির্ভর করে।
0 Comments