Ad Code

অণু কাকে বলে | What is Molecule

অণু (Molecule)

উত্তর: মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে পদার্থের সকল ধর্ম বর্তমান এবং যা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে বলা হয় অণু।

বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো প্রথম অণুর ধারণা দেন।

প্রকারভেদ : 2 অণু দুই প্রকার। 

যথা- (a) মৌলিক অণু, 

(b) যৌগিক অণু।


(a) মৌলিক অণু (Elementary molecule): যে অণু একই মৌলের এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত হয়, তাকে মৌলিক অণু বলে। 

যেমন- হাইড্রোজেন অণু (H₂), অক্সিজেন অণু (O₂), নাইট্রোজেন অণু (N₂) ইত্যাদি

(b) যৌগিক অণু (Compound molecule): যে-সকল অণু বিভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত, তাদের বলে যৌগিক অণু। এই যৌগিক অণুতে বিভিন্ন মৌলের পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত থাকে। 

যেমন - অ্যামোনিয়া (NH3), কার্বন ডাইঅক্সাইড (CO₂), জল (H₂O) ইত্যাদি।


Post a Comment

0 Comments

Close Menu