অ্যাভোগাড্রো প্রকল্প ( Hypothesis of Avogadro):
উত্তর: একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে।
অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে, একই চাপ ও উষ্ণতায় এক আয়তন হাইড্রোজেন গ্যাসে যদি n সংখ্যক অণু থাকে, তবে এক আয়তন ক্লোরিন গ্যাসে এবং এক আয়তন অ্যামোনিয়া গ্যাসেও সমসংখ্যক অর্থাৎ n সংখ্যক অণু থাকবে।
অ্যাভোগাড্রো প্রকল্পের প্রয়োজনীয়তা : অ্যাভোগাড্রো প্রকল্প থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এই অনুসিদ্ধান্তগুলি থেকে বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা করা সম্ভব। এই অনুসিদ্ধান্তগুলি হল -
# নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য মৌলিক গ্যাসের অণুগুলি দ্বিপরমাণুক।
# গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব গ্যাসের বাষ্পঘনত্বের দ্বিগুণ।
# NTP-তে (প্রমাণ চাপ ও উষ্ণতায়) সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার বা 22400 cc
0 Comments