Ad Code

HS 2016 Biology Question Answer pdf

Higher Secondary (HS)

2016

Biology 


PART - A 

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2×5=10

1. বহুভূণতা কী? একটি উদাহরণ দাও। (1+1)

অথবা, ফ্যালোপিয়ান নালি কী? এর কাজ লেখো। (1+1)

2. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? একটি উদাহরণ দাও।(1+1)

3. ক্লোনিং ভেক্টর বলতে কী বোঝো?

4. দাদ রোগ বলতে কী বোঝো? 

অথবা, ক্যানসারের কারণগুলি উল্লেখ করো।

5. সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কী বোঝো?

অথবা, জন্মহার ও মৃত্যু হারের মধ্যে পার্থক্য লেখো।


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (3×9=27)

1. অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। (2+1)

2. জেনেটিক কোডের যে-কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 

অথবা, সেমি-কনজারভেটিভ রেপ্লিকেশান কাকে বলে? DNA-রেপ্লিকেশানে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো:

(i) RNA-Primer

(ii) SSB প্রোটিন। {1+(1+1)}

3. পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কী বোঝো? (1+1+1)

অথবা, DNA-র দ্বিতন্ত্রী নক্সার গঠন বর্ণনা করো।

4. 'মধু'র উপাদানগুলি কী কী? মৌমাছির যে কোনো একটি রোগের নাম ও তার কারণ উল্লেখ করো। (1+1+1)

অথবা, প্রাণী প্রজননের উদ্দেশ্য কী? কৃত্রিম ইনসেমিনেশান বলতে কী বোঝো? (2+1)

5. কলা পালনের যে কোনো তিনটি গুরুত্ব উল্লেখ করো। 

6. Single cell protein বলতে কী বোঝো? উদাহরণসহ লেখো। বায়োফর্টিফিকেশন কী? (2+1)

7. জিন প্রযুক্তির সাহায্যে কীভাবে মানব ইনসুলিন উৎপাদন করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 

৪. বায়োপাইরেসি বলতে কী বোঝো? পেটেন্ট কী? (2+1)

অথবা, c-DNA কাকে বলে? জৈব প্রযুক্তিবিদ্যায় এর তাৎপর্য উল্লেখ করো। (1+2)

9. প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। 

অথবা, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। 


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (5×3=15)

1. চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পার্মাটোজেনেসিস বলতে কী বোঝো? (4+1)

অথবা, চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। বীজের গুরুত্ব কী? (4+1)

2. গ্রিফিথের পরীক্ষার সাহায্যে DNA-ই যে জেনেটিক বস্তু তা ব্যাখ্যা করো। DNA-ফিংগার প্রিন্টিং-এর তাৎপর্য কী? (4+1)

3. ওজোন গহ্বর কী? ওজোন গহ্বর সৃষ্টির কারণ কী? অইকোলজি ও সিন্টুকোলজির মধ্যে পার্থক্য লেখো। (1+2+2)

অথবা, জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো। (2+3)

PART - B 

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: (1×14=14)

1. মিয়োসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে

a. অ্যাপোগ্যামি

b. অ্যাপোস্পোরি

c. পার্থেনোকার্পি

d. পার্থেনোজেনেসিস


2. কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে-

a. LH

b. FSH

c. ইস্ট্রোজেন

d. প্রোজেস্টেরোন


3. নিম্নলিখিত গুলির কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি?

a. শুক্রাণুনাশক জেলি

b. IUCD

c. ডায়াফ্রাম

d. গর্ভনিরোধক বড়ি


4. হিমোফিলিয়ার জন্য দায়ী জিন-

a. Y ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির

b. X ক্রোমোজোম বাহিত প্রকট প্রকৃতির

c. Y ক্রোমোজোম বাহিত প্রকট প্রকৃতির

d. X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির


5. মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হল-

a. সহ-প্রকটতা

b. লিংকেজ

c. অসম্পূর্ণ প্রকটতা

d. উপরের সবকটি


6. t-RNA-র চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন্ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত?

a. DNA রেপ্লিকেশন

b. ট্রান্সক্রিপশন

c. ট্রান্সলেশন

d. ল্যাক-অপেরন


7. মানুষের 21 সংখ্যক ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগটি সৃষ্টি করে তা হল-

a. ক্লাইনফেল্টারস সিনড্রোম

b. ডাউন সিনড্রোম

c. টারনার সিনড্রোম

d. AIDS


8. নিম্নলিখিত গুলির কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট?

a. যকৃৎ সিরোসিস

b. হাইপোগ্লাইসেমিয়া

c. পাকস্থলী প্রদাহ

d. উপরের সবকটি


9. নিম্নলিখিত গুলির কোনটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড?

a. নাগেশ্বরী

b. জার্সি

c. রোড-আইল্যান্ড রেড

d. খাঁকি ক্যাম্পবেল


10. PBR-322 নামকরণে 'p' বলতে বোঝায়

a. প্লাজমা

b. প্রোটিন

c. প্লাসমিড

d. পলিস্যাকারাইড


11. গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায়-

a. শিল্পে ব্যবহৃত জৈব প্রযুক্তি

b. চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত জৈব প্রযুক্তি

c. কৃষি কাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি

d. এদের কোনোটিই নয়


12. উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়টি হল

a. সেরাল পর্যায়

b. প্রতিস্থাপন

c. ক্লাইম্যাক্স কমিউনিটি

d. প্রতিযোগিতা


13. কোন্ বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণার প্রবক্তা?

a. ব্ল‍্যাকম্যান

b. ওডাম

c. এলটন

d. ট্যান্সলে


14. লিন্ডেম্যানের সূত্র অনুসারে একটি ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হল

a. 10%

b. 90%

c. 80%

d. 20%


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (1×4=4)

1. H.C.G. কোথা থেকে ক্ষরিত হয়?

অথবা, চ্যালাজোগ্যামি কী?

2. লিংকড্ জিন বলতে কী বোঝো?

3. ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো।

4. একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 

অথবা, পানীয় জল পরিশোধনে কোন্ গ্যাস ব্যবহার করা হয়?



Post a Comment

0 Comments

Close Menu