ইউট্রোফিকেশন: জলাশয়ে নাইট্রেট ও ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট এসে মিশলে জলে নাইট্রোজেন ও ফসফরাস জাতীয় পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি পায় যা ফাইটোপ্ল্যাংকটনের সংখ্যা বৃদ্ধি করে, এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন (Eutrophication) বলে।
কারণ : ইউট্রোফিকেশন (Eutrophication)-এর কারণ গুলি hol-
(i) কৃষিকাজে ব্যবহৃত নাইট্রেট ও ফসফেটঘটিত পেস্টিসাইড ও রাসায়নিক সারের অবশেষ বৃষ্টির জলের দ্বারা ধৌত হয়ে জলাশয়ে সঞ্চিত হওয়া।
(ii) অধিক পরিপোষক সমৃদ্ধ ও জৈব পদার্থযুক্ত পৌর এলাকার নর্দমার দুষিত জল জলাশয়ে মিশলে ইউট্রোফিকেশন ঘটে।
(iii) জলাশয়ের জলে কাপড় কাচা ও স্নান করার সময় ব্যবহৃত ডিটারজেন্ট (ফসফেটযুক্ত) মিশে যাওয়া।
(iv) কলকারখানার দূষিত বর্জ্যসমূহ জলাশয়ে সরাসরি ফেলা হলে ইউট্রোফিকেশন ঘটে।
(v)জলাশয়ে আগাছা (যেমন: কচুরিপানা, টোপা পানা, পাতাঝাঝি ইত্যাদি), শৈবালের অত্যধিক উপস্থিতি।
ফলাফল: এর ফলে, অ্যালগাল ব্লুম (Algal bloom) সৃষ্টি হয়, যার থেকে নির্গত টক্সিন-এর প্রভাবে মাছ, শামুক, ঝিনুক ইত্যাদির মৃত্যু ঘটে। এছাড়া, শৈবাল পচনের ফলে জলের BDD বেড়ে যায় ও মাছের মৃত্যুর হারও বৃদ্ধি পায়
0 Comments