খাঁড়ি বা ভেড়ি (Estuary and Bheri):
খাঁড়ি (Estuary): নদী যেখানে সমুদ্রে মিশেছে অর্থাৎ মোহানা অঞ্চলকে খাঁড়ি বা এসচুয়ারি বলে। এখানকার জল ঈষৎ লবণাক্ত। এখান থেকে মাছের বীজ, ইলিশ, তপসে, লটকে, ভোলা, ফ্যাসা, পারশে, বিভিন্ন ধরনের চিংড়ি ও কাঁকড়া সংগ্রহ করা হয়।
ভেড়ি (Bheri): 200 একর বা তার বেশি আয়তনযুক্ত 6-7 ফুট গভীরতাসম্পন্ন জলাশয়কে ভেড়ি বলে। বসিরহাট ও সুন্দরবন অঞ্চলে ভেড়ি আছে। বর্ষাকালে ভেড়িতে জোয়ারের জল ঢুকিয়ে মাছ চাষ করা হয়। এইজল ঈষৎ লবণাক্ত। জোয়ারের জলে প্রচুর পরিমাণে মাছের বীজ ও ছোটো মাছ প্রবেশ করে। সারা শীতকাল ধরে এরা বৃদ্ধি পেয়ে বড়ো হয়। পরে ভেড়ির জল কমে গেলে মাছ আহরণ করা হয়। ভেড়িতে ভেটকি, পারশে, পাবদা, ভাঙন, ট্যাংরা, তপসে ইত্যাদি মাছ পাওয়া যায়।
0 Comments