বিষয় |
শিশির(Dew) |
কুয়াশা(Fog) |
সংজ্ঞা |
শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে, বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু তৈরি হয়। একে শিশির বলে। |
শীতলতার কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় এবং ধোঁয়ার মতো ভাসতে থাকে, একে কুয়াশা বলে। |
অবস্থান |
শিশির সাধারণত ঘাস, ছোটো গাছের পাতা, ঘরের চাল ইত্যাদির ওপর জমা হয়। |
ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে ধোঁয়ার মতো ভাসতে থাকে। |
তাপমাত্রা |
কুয়াশার তুলনায় কম তাপমাত্রায় ঘনীভূত হয়। |
শিশিরের তুলনায় বেশি তাপমাত্রায় ঘনীভূত হয়। |
দৃশ্যমানতা |
এক্ষেত্রে দূরের জিনিস দেখতে কোনো অসুবিধা হয় না। |
চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকলে দূরের জিনিস দেখা যায় না। |
0 Comments