পরমাণুর প্রকৃত ভর | পারমাণবিক ভর |
---|---|
পরমাণুর প্রকৃত ভর বলতে কোনো মৌলের একটি পরমাণুর মধ্যেকার সব কণাগুলির ভরের যোগফল বোঝায়। | মৌলের একটি পরমাণুর ভর একটি ¹²C পরমাণুর ভরের ¹/12 অংশের তুলনায় যতগুণ, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। |
পরমাণুর প্রকৃত ভরের একক আছে। যেমন হাইড্রোজেন মৌলের একটি পরমাণুর প্রকৃত ওজন = 1.6735 x 10^24 gm | পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এটি দুটি ভরের অনুপাত। যেমন H-এর পারমাণবিক ভর 1.0078 |
0 Comments