উত্তর: প্রতি বছর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহকে 'অরণ্য সপ্তাহ' হিসেবে পালন করা হয়। 2022 সালে 14 জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে। এর প্রধান কারণ বা উদ্দেশ্যগুলি হল-
জন সচেতনতা বৃদ্ধি: সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও অরণ্য সংরক্ষণমূলক বিভিন্ন কার্যাবলির মাধ্যমে মানুষকে সবুজের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা।
গাছের সংখ্যা বৃদ্ধি: গাছের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য বৃদ্ধিতে সহায়তা করা।
বনসৃজন : বনসৃজন দ্বারা অক্সিজেন বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইড হ্রাস ও জলচক্র নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
পরিবেশ দূষণ রোধ: মাটিকে ক্ষয়ের হাত থেকে বাঁচানো, বাতাসে ধুলো ধোঁয়া এর পরিমাণ কমানো তথা দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলা।
0 Comments