Ad Code

কয়লার খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে কেন?

কয়লার খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটার কারন - 

কয়লা খনির গ্যাসে মিথেন থাকে। মিথেন বায়ুর অক্সিজেনের সঙ্গে বিস্ফোরণসহ জ্বলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। 

 CH₄ + 20₂→ CO₂ + 2H₂O

তাই কয়লাখনিতে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে।

Post a Comment

0 Comments

Close Menu