ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি :
উত্তর: মানুষের দেহে ম্যালেরিয়ার বিস্তার বা সংক্রমণ তিনভাবে ঘটতে পারে-
👉ভেক্টর দ্বারা সংক্রমণ (Vector Mediated Transmission): সংক্রামিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের ফলে মানুষের দেহে প্লাসমোডিয়ামের সংক্রমণকে জৈব বাহক দ্বারা সংক্রমণ বলে। এক্ষেত্রে প্লাসমোডিয়ামের সংক্রামক দশাটি হল 'স্পোরোজয়েট' দশা। স্ত্রী অ্যানোফিলিস মশা আক্রান্ত মানুষের রক্ত পান করলে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে প্লাসমোডিয়ামের গ্যামেটোসাইট দশা মশার দেহে স্থানান্তরিত হয় ও মশার দেহে জীবনচক্রের যৌন দশা সম্পন্ন করে। যৌন দশার শেষে সৃষ্ট স্পোরোজয়েটগুলি মশকীর লালাগ্রন্থিতে অবস্থান করে। এই অবস্থায় এই মশকী যদি কোনো সুস্থ ব্যক্তির দেহ থেকে রক্ত পান করে তাহলে সেই সুস্থ ব্যস্তির দেহে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে
👉প্রত্যক্ষ সংক্রমণ (Direct Transmission): ম্যালেরিয়া রোগাক্রান্ত মানুষের রক্ত সুস্থ মানুষের দেহে সঞ্চালনের মাধ্যমে প্লাসমোডিয়ামের সংক্রমণ ঘটে। এক্ষেত্রে প্লাসমোডিয়ামের 'ট্রোফোজয়েট দশা' (Trophozoite) সংক্রমণ ঘটায়। এজন্য এই সংক্রমণকে 'ট্রোফোজয়েট আবিষ্ট সংক্রমণ' ও বলা হয়।
👉অন্মগত সংক্রমণ ( Congenital Transmission): ম্যালেরিয়া রোগাক্রান্ত গর্ভবর্তী মায়ের দেহে প্লাসেন্টা ত্রুটিযুক্ত হলে ভূণের দেহে
0 Comments