Ad Code

রসায়ন বিদ্যা, জীব বিদ্যা ও পদার্থ দিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব

রসায়ন বিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব 

উত্তর: 

👉 কোনো পদার্থের একটি অণু বা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার ক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন হয়।

👉 কোনো পদার্থের নির্দিষ্ট ভরে কতগুলি পরমাণু বা অণু আছে তা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায়। 

👉 অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে মৌল বা যৌগের গ্রাম-পরমাণু, গ্রাম-অণু, পারমাণবিক ভর, আণবিক ভরের মান জানা যায়। 

👉 STP-তে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থে উপস্থিত অণু বা পরমাণু সংখ্যা জানা যায়। 

👉 কোনো কঠিন ধাতুর ঘনত্ব ও গ্রাম-পারমাণবিক ভর জানা থাকলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের আসন্ন মান নির্ণয় করা যায়।


পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব:

👉 সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) এবং বোলজ্ম্যান ধ্রুবক (KB) এর মধ্যে সম্পর্ক স্থাপন করে অ্যাভোগাড্রো সংখ্যা।

👉 কোয়ান্টাম পদার্থবিদ্যা, পদার্থের কেলাস গঠন সংক্রান্ত পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা খুব গুরুত্বপূর্ণ। 

👉 অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে একটি ইলেকট্রনের চার্জ ও 1 ফ্যারাডের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। 

👉 অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে, তাকে 2 দিয়ে ভাগ করে গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্বের মান পাওয়া যায়।

জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব :

👉 সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ক্লোরোফিলে 2.68% ম্যাগনেশিয়াম ধাতু থাকে। 1 গ্রাম ক্লোরোফিলে কতগুলি ম্যাগনেশিয়াম পরমাণু উপস্থিত, তা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে জানা যায়। 

👉 DNA, RNA প্রভৃতি আণুবীক্ষনিক জৈব বস্তুর গঠন ও রাসায়নিক বিশ্লেষণে অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ দেখা যায়। 

👉 বেকারিতে কীভাবে পাউরুটি প্রস্তুত করা যায় তার ধারণা পাওয়া যায়।


Post a Comment

0 Comments

Close Menu