গ্রাম-পরমাণু (Gram atom) : কোনো মৌলের পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, সেই পরিমাণ ওজনকে ওই মৌলের 1 গ্রাম-পরমাণু বলে।
যেমন - অক্সিজেনের গ্রাম-পরমাণু ওজন 16 গ্রাম, হাইড্রোজেনের গ্রাম- পরমাণু ওজন 1 গ্রাম, নাইট্রোজেনের গ্রাম-পরমাণু ওজন 14 গ্রাম।
কোনো মৌলের নির্দিষ্ট পরিমাণ ওজনকে (গ্রামে প্রকাশিত) গ্রাম-পারমাণবিক ওজন দ্বারা ভাগ করলে গ্রাম-পরমাণু সংখ্যা পাওয়া যায়।
0 Comments