পারমাণবিক ভর একক (Atomic mass unit) : যে এককের দ্বারা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশ করা হয়, তাকে পারমাণবিক ভর একক (amu) বলে। এর মান ¹²C আইসোটোপের একটি পরমাণুর ভরের ¹/12 অংশের সমান।
পারমাণবিক ভর একক(amu) = ¹/12×1টি ¹²C পরমাণুর প্রকৃত ভর।
$$1\space amu = 1.6605×10^-²⁴ $$
0 Comments